আজ বুধবার, ০১ মে, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বুধবার, ০৯:১১ অপরাহ্ন
সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপের উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যানকে বিশেষ উপহার দিলেন দিদারুল আলম ঠাকুর

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::

সন্দ্বীপের ঐতিহ্যবাহী ঠাকুর পরিবারের কৃতি সন্তান ঢাকা নিউ মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী সন্দ্বীপ সমিতি ঢাকার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দিদারুল আলম ঠাকুর সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পৌর মেয়র, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বিভিন্ন ইউপি চেয়ারম্যান বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি সেক্রেটারি সহ ৩৫ টি বিশেষ উপহার প্রদান করা হয়।

গত ১৭ ফেব্রয়ারি দুপুরে তৃতীয় বারের মত চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন থেকে  মাহফুজুর রহমান মিতা এমপি নির্বাচিত হওয়ায় ও নৌ পরিবহন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ায় সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির হাত থেকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়।

সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহেদ সারোয়ার শামীম উপ প্রচার সম্পাদক সোহরাব হোসেন সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন।

গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, ও মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেছা চৌধুরী জেসি, সন্দ্বীপ পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি চৌধুরী ফরিদ, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম বাচ্চু, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাজহারুল ইসলাম, হরিশপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা, মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, মুছাপুর ইউপি চেয়ারম্যান আবু খায়ের নাদিম, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, বাউরিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন জাপর, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজী টিটু, রহমতপুর ইউপি চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজিমপুর ইউপি চেয়ারম্যান মোঃ রকি, দীর্ঘাপাড় ইউপি চেয়ারম্যান হাজী আবুল কাশেম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ উপজেলা কৃষকলীগ সভাপতি কামরুল হাসান আলাল, সন্দ্বীপ উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য সচিব মুহিদুল শিকদার জিকু, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামিউদ্দৌলা সীমান্ত, ও সরকারি হাজী এবি কলেজ ছাত্রলীগের সভাপতি নাইম খান প্রমুখ,