আজ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ || ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০৬:৫৮ পূর্বাহ্ন
শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮   |   sonalisandwip.com
সন্দ্বীপে জরায়ু - মুখ এবং স্তন ক্যান্সার পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ক্যাম্প ৯- ১২ ডিসেম্বর

স্বাস্থ্য অধিদপ্তরের অধীন এমএনসিএন্ডএইচ অপারেশন প্ল্যানের অন্তর্ভুক্ত থমেটারনাল হেলথ প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়ণাধীন, অব্স এবং গাইনী বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা- এর কারিগরী সহায়তায় সন্দ্বীপ উপজেলায় "জরায়ুর মুখ এবং স্তন ক্যান্সার" পরীক্ষা সংক্রান্ত স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে।

তারিখ : ৯- ১২ ডিসেম্বর, ২০১৮ খ্রীঃ

 

সময় : প্রতিদিন সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত।

স্থান : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাছুয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম।

বয়স : ৩৫ - ৫৫ বছরের মহিলা

সহযোগিতায় : উপজেলা স্বাস্থ্য বিভাগ, সন্দ্বীপ,চট্টগ্রাম।

রোগী রেজিষ্ট্রেশনের জন্য যোগাযোগ:

 

সন্দ্বীপের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মরত স্বাস্থ্য সহকারী, সিএসবিএ (স্বাস্থ্য বিভাগ), সিএইচসিপি, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, সিএসবিএ (পঃপঃ বিভাগ), পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা, সিনিয়র স্টাফ নার্স, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার প্রমুখ।

সূত্র : ডা. মোঃ ফজলুল করিম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা, সন্দ্বীপ, চট্টগ্রাম।

প্রচারে : সু ফি য়া ন  মা নি ক, সাংগঠনিক সম্পাদক, সাউথ এশিয়া রেডিও ক্লাব, সন্দ্বীপ শাখা, চট্টগ্রাম। ০১৭৬৩৯৯২৬৬৪