আজ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ১০:৩৯ অপরাহ্ন
রবিবার, ২৩ জুলাই, ২০২৩   |   sonalisandwip.com
ক্ষমা কর বাবা

আব্বা ক্ষমা করে দিও

এ অধমের তুমি

কথা দিয়ে কথা রাখিনি

সদাসর্বদা আমি!

 

জোয়ারভাটার জুজু ছিলো

পেয়েছি আমি ভয়

রক্ত পাথুরে নদীর বাঁকে

চোখে ঝর্ণা শুধু বয়!

 

দুর প্রবাস হতে

চোখে ছিলো রকমারি স্মৃতি

প্রথমে গিয়ে পাবো মা'কে

তারপর গাইব তোমার গীতি!

 

কি এক অজানা অচেনা ঢেউ

কেড়ে নিল আমার বুক থেকে,

প্রবাস যাইবার কালে আমি মা বাবা হীন

চলেছি শূন্য খালি হাতে!

 

আগে আমি যাইবার কালে

মা কাঁদিত সপ্তাহ খানিক পূর্ব থেকে

বাবা তুমি সংবরণ করতে চোখের পানি

দুই চোয়ালে দুটি আদর করে!

 

এখন আমার ঘর শূন্য

পরে আছে কটি জায়নামাজ

কে বিছিয়ে কাঁদিবে আমায় লাগি

কেউ যেন না করে বাবানের সর্বনাশ!

 

সন্দ্বীপের মাটিকে তুমি বড্ড ভালোবেসে ছিলে

এশিয়া ইউরোপ সব পেলে

রয়ে গেলে তুমি ধরণীর বুকে

মা মা মাগো বলে!

 

এখন আমি নিরুপায় হয়ে

দুহাত করেছি জোর

বিদেশ গিয়ে কেমনে থাকিব

সকাল সন্ধ্যা ভোর!

 

আমাকে তুমি ক্ষমা করে দাও আব্বা

আমি নিকৃষ্ট ঘৃণ্য অধম

তোমার সন্তান রাতদিন কাঁদিবে

মা ও তোমারই চরণ!

 

পূর্ব সুর্য উদিবার আগে

আমি চলে যাব ঘর থেকে

অপরাধ অপারগতা ভুলে

টেনে নিও তোমার বুকে!

 

মেহেদী!

২১/৭/২০২২.