আজ রবিবার, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ রবিবার, ০৭:৫২ অপরাহ্ন
রবিবার, ০৫ নভেম্বর, ২০২৩   |   sonalisandwip.com
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো স্লোগানে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন গত ৪ নভেম্বর ২০২৩, শনিবার বিকেল ৩ টায় সন্দ্বীপ উপজেলা সদরের কবি আবদুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার আহ্বায়ক ইলিয়াছ সুমন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা এমপি।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার সদস্য সচিব পুস্পেন্দু মজুমদার'র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইন উদ্দীন মিশন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল মাওলা কিশোর।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার উপদেষ্টা অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার উপদেষ্টা আবুল কাসেম শিল্পী ও বিষ্ণু পদ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক আক্তারুজ্জামান সুজন, মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ কে ফজলুল করিম, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সভাপতি আসিফ আকতার, মাইটভাংগা হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, সাগর কণ্যা সাহিত্য পরিষদের আহ্বায়ক কবি মোস্তফা হায়দার, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি কবি বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ অনলাইন প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক মাস্টার রিদোয়ানুল বারী, অনলাইন সাংবাদিক মাঈন উদ্দীন আল আকাশ, সমাজকর্মী ফসিউল আলম জিসান সহ অনেকেই।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ উপজেলা শাখার নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক চারু মিল্লাত, কাউছার মাহামুদ দিদার ও মিলাদ মোদাচ্ছির, সদস্য মাহমুর রহমান, আবদুর রহমান ইমন, শহিদুল ইসলাম মাসুদ, আবদুল হামিদ, সাইফুল ইসলাম, মাহমুদুল হাসান, দিদারুল আলম, জাহেদুল ইসলাম শিহাব, ফয়েজ উল্ল্যাহ ও ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান।