আজ বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৪:৪৩ পূর্বাহ্ন
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩   |   sonalisandwip.com
মানুষ কবে হবো : এস এম জাকিরুল আলম মেহেদী

পাপের বিনাশ হইবে কখন

জানেনা পৃথিবীর মানুষ,

পাপ করলে সগৌরবে স্বগতোক্তি করি

কার কী আছে বলার তাতে খুজবে আমার দোষ!

 

বীরদর্পে সাঁতার কাটি

পাপের দুনিয়ায়

শক্তিশালী পাপী গুলো আজ

বিচরণ করে ক্ষমতার দরিয়ায়!

 

হারামজাদি বদমায়েশি করে

অর্জন সম্পদের পাহাড়

সুখ গুলো সব লুকিয়ে গেছে

কালো চশমার অন্তরাল!

 

বুঝিনা আমরা কীসের মোহে আচ্ছন্ন

প্রাপ্তির খাতা শূন্য যেখানে,

ব্যবহার হয়ে গেলাম দুশ্চরিত্র নেতার হয়ে

অর্জন সব বদদোয়া আর ঘৃণে!

 

বাসায় যেখানে পরোয়া করেনা প্রিয়তমা

বাহিরে খুঁজতে হয় সুখ,

কাহার লাগিয়া মানুষের পকেট কাটলাম

তাঁরাই বানালো মোরে মাদকাসক্ত পাগল জুট!

 

নিজের অপরাধ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে

সিদ্ধহস্ত উন্মাদ নেতা গুলো,

নিজের নাম বলবেনা আমি জাহাঙ্গীর

অপরাধ যতো আছে সবই করে আলমগীর!

 

এই হলো রাজনীতি আর ভালোবাসা

কোথায় মিলবে নেতা ওমর?

রাত্রি নিশীথে নিজের বোঝা নিজে বহে

নিজের প্রায়শ্চিত্ত নিজে করে কেঁদে মরে!

=

✒ কলমে ঃ এস এম জাকিরুল আলম মেহেদী

রচনা কাল.. ফজর নামাজ শেষে

মসজিদে দেহানী! আব্বাসিয়া। কুয়েত

৩০/১১/২০২৩.