আজ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন
মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
শতবর্ষে 'সন্দ্বীপের ইতিহাস' - ১

আমরা ইতিহাস বিস্মৃত জাতি। ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না, সংরক্ষণও করিনা। তবে এ অপবাদ সবক্ষেত্রে সত্যি নয়।

বাংলাদেশের আঞ্চলিক ইতিহাসের পথিকৃৎ হিসেবে 'সন্দ্বীপের ইতিহাস' বইয়ের নাম অনন্য হয়ে আছে। কারণ সন্দ্বীপের বিশিষ্ট ঐতিহাসিক এবিএম সিদ্দিক চৌধুরীর মতে এই বইয়ের আগে আঞ্চলিক ইতিহাস নিয়ে আর কোন বই বের হয়নি।

আজ থেকে শতবর্ষ পূর্বে বাংলা ১৩৩০ সাকের ১লা চৈত্র, খ্রিস্টীয় ১৯২৪ সালে সন্দ্বীপ নিবাসী শ্রী রাজকুমার চক্রবর্ত্তী এমএ, বিএল ও শ্রী অনংগমোহন দাস কর্তৃক 'সন্দ্বীপের ইতিহাস' বইটি কলকাতা (কলিকাতা বানান লেখা হতো তখন) থেকে প্রকাশিত হয়। সন্দ্বীপ তখন নোয়াখালীর অধীনে ছিল। প্রকাশের ঠিকানা দেয়া আছে রায় এন্ড রায় চৌধুরী, কলেজ স্ট্রীট, কলকাতা।

বইটির দাম ছিল ছয় সিকা। মানে ছয় সিকি। তখন চার পয়সায় এক আনা, চার আনায় এক সিকি, ষোল আনা বা ৬৪ পয়সায় এক টাকা ছিল। ১৯৭১ সালের পরে কিছুদিন পর্যন্ত এই হিসাব চালু ছিল।

বইটির প্রকাশ আক্ষরিক অর্থেই এক যুগান্তকারী ঘটনা ছিল। একশ বছর পরে আজ বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক অবস্থার পার্থক্য খুব সহজেই আমরা পরবর্তী কয়েক পর্বে তুলনা করার প্রয়াস পাবো।

# ডা. রুমী আলম

============================================================

No photo description available.