আজ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৫:০৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপ : এস. এম জাকিরুল আলম মেহেদী 

আমার আছে বাঁশ বাগান

বনজঙ্গল চাষাবাদ

আছে লেখক পাঠক রাজ

মুক্তিযোদ্ধা মাথার তাজ!

সাংবাদিক দুর্নিবার

ভয় ডর দুঃসাহস

এগিয়ে যায় নির্ভয়

জয় করে মহাসাগর!

শাওন মাস বর্ষা কাল

সাগর নদী উত্তাল

কালবৈশাখী ভয়ংকর

জয়জয়কার ঘূর্ণিঝড়!

মহাবিপদ নেই যার

হাতে-হাত শক্ত কর

যতই আসুক হুংকার

লড়াই করি দুর্বার!

এই আবাস মায়ের মন

চিত্ত যেথা আসল স্থান

রাজ কোষাগার চলমান

দ্বীপ সন্তানের মাথার ঘাম!

পাঁচ লক্ষ বাসিন্দা

অহিংস বসবাস

নিজের আত্মা উদারচিন্তা

প্রতিবেশীর সাহচর্যা!

এমন আবাস অনাদন্ত্য

মহানুভব অধিগত

দোষের চেয়ে গুণে আধিক্য

এ আমার পিতৃরূপ সমারোহ!

দ্বীপ আমার অহংকার

এই আমার জন্মস্থান

জীবন দিয়ে ভালোবাসি

এই আদর মূর্তিমান!

---------------------

✒ এস. এম জাকিরুল আলম মেহেদী ✍️ রচনা কাল...কুয়েত সিটি ; ২১/২/২০২৪.