আজ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৬:২০ পূর্বাহ্ন
সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
প্রান্তিক মুক্তিযোদ্ধা আবদোল্লাহ’র (সন্দ্বীপ, স্টিমারঘাট) স্বীকৃতি প্রসঙ্গে জিজ্ঞাসা.....

এস.এম. জাকিরুল আলম মেহেদী

উপকূলীয় মানুষের কান্না নিঃশব্দে উদাস চাহনি ও নিরবতায় আচ্ছন্ন! সমুদ্রের গর্জন কানের মেগাওয়াট বৃদ্ধির উৎস! সাগর দেখে শৈশব কাটানোর সন্ধ্যা নতুন কিছু নয়! এখনো চলছে পূর্ব পুরুষের পথদেখানো পথ প্রান্তর পাড়ে দিতে!

আমরা কখনো ভুলিনা আমাদের অতীত ঐতিহ্য!

স্মরণ করি ক্ষুদ্র নুড়িপাথরের মতো বস্তু থেকে ক্ষুদ্রতম!

আজকের আলোচনা একজন পরিশুদ্ধ মহতী আত্মার স্বজন কে নিয়ে!

সন্দ্বীপের স্টিমারঘাট ছিলো শতাব্দীর অন্যতম প্রাচীন পৌরাণিক স্থান! যাহা সন্দ্বীপের মানুষের কাছে অমর কীর্তি!

রাজনীতিবিদ থেকে শুরু করে সকল বনেদিআনা পরিবার গুলো মান মর্যাদা ভাবগাম্ভীর্যের দিক থেকে ক্ষুদ্র এই মানুষটির নিকট চিরঋণী!

পদ পদবী বিহীন মানুষটি পেশাগত জীবনে আলোচনার কেন্দ্র বিন্দু না হলেও, তার পেশা একাগ্রতা ও দরদী সহমর্মি আত্মার স্বজন হিসেবে পঞ্চাশ দশক থেকে নব্বই দশকের শেষ পর্যন্ত তিনি ছিলেন "হিরো " বা স্টিমারঘাটের মহানায়ক!

স্টিমারঘাটের সকল কুলিদের কাছে তিনি ছিলেন কুলিদের জাতির পিতা! নাম আবদোল্লাহ!

শুদ্ধ ভাষায় আবদুল্লাহ!

সন্দ্বীপ স্টিমারঘাটে আবদোল্লাহর কদর ছিলো সন্দ্বীপের সর্বশ্রেণীর মানুষের কাছে! পেশাগত জীবনে তিনি কুলি হলেও সন্দ্বীপের আবালবৃদ্ধবনিতা সবাই ওনাকে খুবই ভালবাসতেন!

আমার নানার বাড়ি ইজ্জত পুর মাওলানা ওয়াজিউল্লাহ খান সাহেবের বাড়ি ও আবদুল্লাহ সাহেবের বাড়ি ও ইজ্জত পুর ছিলো! নানা বাড়ি প্রতিবেশী হওয়ায় আমার আম্মাকে বুয়াজি ডাকতেন! আর আব্বা কে ডাকতেন ভাইচা!আমরা ভাইবোন সকলে মামা ডাকতাম!

কুলি আবদুল্লাহ মামার আচরণ ভদ্রতা অতুলনীয় ছিলো! স্টিমারে আমাদের সকলকে কোলে করে উঠাইতেন তিনি!

১৯৫0 সালে আমার আব্বার বিয়ের পালকি থেকে তিনি কোলে করে ঘরে নিয়েছেন, তখন আব্বা ওনাকে একটাকা বখশিশ দিয়েছেন! এই এক টাকার প্রসংশা তিনি জীবদ্দশায় সবসময় করতেন!

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে এই কুলির সর্দার আবদুল্লাহ মামা মুক্তিবাহিনীর সহায়ক ভূমিকা পালন করতেন! গত কিছুদিন আগে সন্দ্বীপের বিশিষ্ট মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় আলী হায়দার চৌধুরী তার সন্দ্বীপের মুক্তিযুদ্ধের প্রান্তিক জনগোষ্ঠীর কিছু অবদান উল্লেখ করেছেন একটা লেখায়! সেখানে ছোট এক লাইনে আবদুল্লাহ মামার কথা উল্লেখ করেছেন!

এই স্টিমারঘাটের প্রান্তিক মুক্তিযোদ্ধা কী তার অবদানের স্বীকৃতি পেয়েছিলেন?

মেহেদী, কুয়েত!