আজ বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪ || ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০২:২৪ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র উদ্যোগে সাইবার সিকিউরিটি সেমিনার অনুষ্ঠিত

সোনালী সন্দ্বীপ প্রবাস ডেস্ক ::

বর্তমান সময়ের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ‘সাইবার এটাক’ নিয়ে সন্দ্বীপবাসী সহ সকল মহলের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সন্দ্বীপ সোসাইটি ইউএসএ’র উদ্যোগে আয়োজন করা হয় "সাইবার সিকিউরিটি সেমিনার"।

সন্দ্বীপ সোসাইটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত এই সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপের সন্তান চিফ সাইবার সিকিউরিটি অফিসার ও CUNY লেকচারার, ইন্ডাস্ট্রি সার্টিফাইড সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ও চিফ ইনফরমেশন অফিসার NYC অফিস অফ লেবার রিলেশন্স মোঃ হাসান নয়ন।

বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রায় দেড় ঘন্টার এই সেমিনারে নিরাপত্তার বিভিন্ন বিষয় তিনি উপস্থাপন করেন এবং মূল বিষয় উপস্থাপনার পর তিনি দর্শকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।

ফেইসবুক লাইভে প্রচারিত এই সেমিনার পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক মানুষ উপভোগ করেন।

সন্দ্বীপ সোসাইটির সভাপতি ফিরোজ আহমেদের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। মঞ্চে আরো উপবিষ্ট ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জি: নাসির উদ্দিন। সঞ্চালনা করেন মূলধারা ও আইন বিষয়ক সম্পাদক মোঃ আরিফুজ্জামান। সন্দ্বীপ সোসাইটির বিপুল সংখক কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।