আজ বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৫:২৩ অপরাহ্ন
বুধবার, ০৬ মার্চ, ২০২৪   |   sonalisandwip.com
--

ইসরাইলের প্রতিবাদে নিজেকে পুড়িয়ে ফেলা ওই মার্কিন সৈন্য অ্যারন বুশনেল তার সকল অর্থ ফিলিস্তিনি শিশুদের জন্য দান করে গেছেন। তিনি আগেই একটি উইল তৈরি করেছিলেন। তাই উইলে তিনি তার সঞ্চয় ফিলিস্তিনি শিশুদের সহায়তার জন্য একটি তহবিলে দান করতে চেয়েছিলেন।

প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড হলো একটি অলাভজনক সংস্থা। তারা গাজায় মানবিক সহায়তা এবং চিকিৎসা ত্রাণ বিতরণ করে থাকে। অ্যারণ তাদের তহবিলে নিজের সকল অর্থ দিতে চেয়েছিলেন। যেদিন তিনি ইসরাইলের প্রতিবাদে নিজেকে পুড়িয়ে ফেলেন, সেদিনের প্রতিবাদটি তিনি লাইভে করেন। ভিডিওতেই তিনি ফিলিস্তিন মুক্ত হোক বলে চিৎকার করেছিলেন। তিনি মারা যাওয়ার পর তার বিড়ালকে দেখাশোনার জন্য একজন প্রতিবেশীর ব্যবস্থাও তিনি করে গেছেন। তার এই মর্মান্তিক প্রতিবাদ আবারো ফিলিস্তিনের শিশুদের ভাগ্য নিয়ে পর্যালোচনার দ্বার উন্মোচন করেছে।

মার্কিন সামরিক বাহিনীর অংশ হিসেবে তিনি আর গাজার গণহত্যায় জড়িত হতে চাননি। তিনি স্পষ্টভাবে শিশু হত্যার কথাও বলেছিলেন। সূত্র : ইসলামিক ইনফরমেশন