আজ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪ || ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৩:০৩ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ০৭ মার্চ, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপে প্রবাস ফেরতদের জন্য করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অপু ইব্রাহিম ;; সোনালী সন্দ্বীপ ::

সন্দ্বীপে প্রবাস ফেরতদের জন্য করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৬ মার্চ সকালে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফর্মাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইস): রিইন্টিগ্রেশন অফ রিটার্নিং মাইগ্রেন্টস প্রজেক্ট এর আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন,প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ আজিম উদ্দিন, ওয়েলফেয়ার সেন্টার চট্টগ্রাম এর সহকারী পরিচালক মোহাম্মদ আজিজুল ইসলাম ভূঁইয়া, সন্দ্বীপ থানার (ওসি) তদন্ত জাকের হোসেন, সরকারি হাজী এবি কলেজে অধ্যক্ষ একে এম বেলায়েত হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজারসহ অনেকেই।

এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন রেইজ প্রকল্প প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সৌরেন্দ্র নাথ সাহা। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রত্যাগত কর্মীদের পুন:একত্রীকরণ তথা আত্মকর্মসংস্থানের লক্ষ্যে তাদের নিবন্ধনভুক্তকরণ এবং কাউন্সিলিং প্রদানপূর্বক ০২ লক্ষ প্রত্যাগত কর্মীর ডাটাবেইজ প্রস্তুত করণ এবং প্রত্যেককে এককালীন ১৩,৫০০/- টাকা কর্মীর ব্যাংক হিসাবে প্রণোদনা (ক্যাশ ইনসেনটিভ) প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে।

এছাড়া রেফারেল সার্ভিসের আওতায় কর্মীর চাহিদানুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে প্রদত্ত প্রশিক্ষণ/আর্থিক কর্মসূচীতে অন্তভূক্তি অথবা ব্যাংক ঋণ প্রাপ্তিতে সহযোগিতার মাধ্যমে আত্মকর্মসংস্থানের সহযোগিতা করা হবে। এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনের ঐকান্তিক সহযোগিতা একান্ত ভাবে প্রয়োজন।

দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখার অন্যতম চালিকাশক্তি রেমিটেন্স আহরণকারী বিদেশ প্রত্যাগত কর্মীদের জন্য গৃহীত পুন:একত্রীকরণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আপনাদের সর্বাত্বক সহযোগিতা কামনা করছি। এতে প্রবাস ফেরত কর্মীগণ মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করবে।