আজ শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪ || ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ১১:৩৭ অপরাহ্ন
শুক্রবার, ০৮ মার্চ, ২০২৪   |   sonalisandwip.com
দিবা রাত্রি নৌ যাতায়াতের ব্যবস্থা করা হবে - এমপি মিতা

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক ::

দিবা রাত্রি সন্দ্বীপ চ্যানেল নৌ যাতায়াতের ব্যবস্থা করা হবে। আমরা আর রাতে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন থাকতে চাই না৷ সন্দ্বীপবাসী যাতে নিরাপদে সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিতে পারে সে লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি।

মগধরা, মাঈটভাঙ্গা, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন মন্ত্রণালয় সস্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সন্দ্বীপ থেকে নির্বাচিত সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এমপি মিতা আরও বলেন, স্পীডবোটের ভাড়া ৩৮০ টাকা কমিয়ে আনতে হবে। ন্যায্যভাড়া নির্ধারণসহ জেলা পরিষদ থেকে কুমিরা গুপ্তছড়া ঘাটকে মুক্ত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সন্দ্বীপ আজ বিদ্যুৎ এর আলোয় আলোকিত। সন্দ্বীপের উন্নয়ন আজ দৃশ্যমান। আগামি ৫ বছরে সন্দ্বীপের সব রাস্তা পাকা হবে।

মাঈটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল আলম এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দীন বেদন, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মগধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, সারিকাইত ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির, মগধরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল আলম সমির, সারিকাইত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশ্রাফ উল্লাহ আসিফ, মাঈটভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আফজাল হোসেন মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার শফিউল আজম তুহিন, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ শামীম, সন্দ্বীপ আবাহনী ক্রীড়া চক্রের সাধারন সম্পাদক সাইফুল আজম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সামি উদ দৌলা সীমান্ত, যুগ্ন সাধারন সম্পাদক নুরনবী শাকিল, সারিকাইত ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মুত্তাকীন মাহমুদ, মাঈটভাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ মিনহাজ, মগধরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী সাব্বির আহমেদসহ অনেকেই। এতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা চৌধুরী জেসী, কালাপানিয়া ইউপি চেয়ারম্যান আলিমুর রাজি টিটু, আমানউল্লাহ ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, আজিমপুর ইউপি চেয়ারম্যান সামছুদ্দীন রকি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাস্টার দেলোয়ার হোসেনসহ অনেকেই।