আজ শনিবার, ০৪ মে, ২০২৪ || ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৪:৪৩ পূর্বাহ্ন
রবিবার, ১০ মার্চ, ২০২৪   |   sonalisandwip.com
সংগঠনের কাজ করলে সময়মত প্রতিদান মেলে- মহিউদ্দিন বাচ্চু

মোবারক হোসেন ভূঁইয়া :: সোনালী সন্দ্বীপ

সংগঠনের জন্য নিবেদিত হয়ে কাজ করলে সময়মত ঠিকই তার প্রতিদান পাওয়া যায় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।

শনিবার রাতে চট্টগ্রামের হালিশহর এলাকার একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ কমিটির সদস্য আরিফুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু।

তিনি বলেন, 'আরিফকে দীর্ঘদিন ধরে চিনি। সে এর আগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিল। তারও আগে দীর্ঘদিন ছাত্রলীগের কর্মি হিসেবে রাজপথে সক্রিয় ছিল। খুব বেশি আলোচনায় না থেকে নীরবে কাজ করেছে। কিন্তু সংগঠন তাকে ঠিকই মূল্যায়ন করেছে। আপনারাও তাকে সংবর্ধনা দিচ্ছেন। এতেই প্রমান হয় সংগঠনের জন্য কাজ করলে প্রচার না থাকলেও সংগঠন ঠিকই মূল্যায়ন করে।'

গত ৯ মার্চ ২০২৪ শনিবার বিকাল ৪ টায় চট্টগ্রাম মহানগরের ১১ নম্বর দক্ষিন কাট্টলী ওয়ার্ডের নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনায় সভাপতিত্ব করেন ৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক ভূঁইয়া। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হানিফুল ইসলাম ও মোহাম্মদ ইসমাইল সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ড. সিরাজ উদ্দিন আলমগীর।

ড. সিরাজ উদ্দিন আলমগীর বলেন, 'আরিফুর রহমান রাজনীতির পাশাপাশি একজন দক্ষ ক্রীড়া সংগঠক। বিভাগীয় ক্রীড়া সংস্থায় দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করছি। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবে তিনি আরও সাফল্য অর্জন করবেন বলে বিশ্বাস করি।'

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পাহাড়তলী থানা আওয়ামী লীগের সহ সভাপতি অহিদুল আমীন, শ্রম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল মান্নান, ৩ নম্বর ইউনিট আওয়ামীলীগ সভাপতি -বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার, সিলভার বেলস্ কিন্ডার গার্ডেন এন্ড হাই স্কুল চেয়ারম্যান আনোয়ার হোসেন, আলী হাসান খান, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলী আফছার, ১১ নং ওয়ার্ড যুবলীগ যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর আলম, দিদারুল ফেরদৌস জহির চৌধুরী, মোঃ শহিদ উল্যাহ, পাহাড়তলী থানা আওয়ামীলীগ সদস্য মোঃ ইউসুফ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবলীগ নেতা দিদারুল আলম, শামসুল আলম চৌধুরী, আবুল কাশেম, শ্রমিক নেতা নূর হোসেন, মোঃ ইদ্রিস, মোঃ ইসা, সন্দ্বীপবাসীর পক্ষ থেকে এম মীর হাসান, সংগঠক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, চট্টগ্রাম উত্তর জেলা, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাইমুন রিয়াদ, ইব্রাহিম হায়দার, সেলিম, কায়সার, সাগর নিয়াজ সামি, দিদারুল আলম চৌধুরী, জালাল উদ্দীন, রাকিব হোসেন, জামসেদ, ফরহাদ হোসেন আরজু, হামিদুর রহমান প্রমূখ