আজ শুক্রবার, ০৩ মে, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০১:১০ পূর্বাহ্ন
শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪   |   sonalisandwip.com
বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সোনালী সন্দ্বীপ প্রতিবেদক :: 

মুক্তিযুদ্ধের চেতনায় দেশব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধতা ও অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরের সাংবাদিক জাগো স্লোগানে বাংলাদেশ প্রেস ক্লাব-সন্দ্বীপ উপজেলা শাখা ও হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল ১৮ রমজান ২৯ মার্চ মুছাপুর হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন।

বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, ১১ নং মুছাপুর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, হারামিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, সন্দ্বীপ জর্জ কোটের পিপি অ্যাডভোকেট সাহাবউদ্দীন মাহমুদ, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যাবস্হাপক আক্তারুজ্জামান সুজন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পরিচালক আবু তাহের, আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ কামরুল হাসান, সন্দ্বীপ পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর প্যানেল মেয়র সফিকুল মাওলা, হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাইনউদ্দীন, মগধরা স্কুল এন্ড কলেজের ইংরেজি প্রভাষক রাকিবুল মাওলা,হাজী আবদুল বাতেন উচ্চ বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ও মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পরিচালক একে ফজলুল করিম, সন্দ্বীপ শিল্প কলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কবি কাজী শামসুল আহসান খোকন, ও হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশনের পরিচালক মাস্টার শাহাবুদ্দীন শওকত, ও মাস্টার বিধান চন্দ্র দাশ প্রমুখ ।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সহ সভাপতি হাফেজ জামাল আবদুল নাছির শাহী, উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবু সৈয়দ, বীমা কর্মকর্তা মোবারক হোসাইন, বিশিষ্ট ব্যাবসায়ী ও উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আসিফ আকতার, সন্দ্বীপ প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক রিয়াদুল মামুন সোহাগ, হারামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী রকিবুল আহসান, সাবেক মেম্বার আলতাফ হোসেন, বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সহ সভাপতি আহসান উল্ল্যাহ সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিদোয়ানুল বারী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হামিদ, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নুর মোস্তফা আলী হাসান, সদস্য ফখরুদ্দিন রাজী।

বক্তরা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মাধ্যমে এ সংগঠন সন্দ্বীপের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সংবাদ পরিবেশন করে এ আহ্বান জানান এবং হাজী মোক্তাদের মাওলা ফাউন্ডেশন অতীতের ন্যায় ভবিষ্যতে ও মানবসেবা মুলক কাজ করবে এ প্রত্যাশা সবার।