আজ সোমবার, ০৬ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ সোমবার, ০৫:২৮ পূর্বাহ্ন
শনিবার, ০২ ডিসেম্বর, ২০২৩   |   sonalisandwip.com
সন্দ্বীপে বাদশা মিয়া সুকানী স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ইলিয়াস কামাল বাবু :: সন্দ্বীপ আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ২ ডিসেম্বর, সন্দ্বীপের মগধরা ইউনিয়নে বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় বারের মতো এবারও বাদশা মিয়া সুকানী স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৩ অনুষ্ঠিত হলো।

শনিবার,সকাল ১০ টায়, উত্তর মগধরার আয়েশা আনোয়ারা নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও দক্ষিণ মগধরার হাজেরা ইসলাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সন্দ্বীপের এবতেদায়ী মাদ্রাসা সহ ৫৮টি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণির ৫২৭ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহন করে।

দুটি কেন্দ্রের কেন্দ্র সচিব ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন- মাষ্টার নুরুজ্জামান কামাল, মাষ্টার শান্তি লাল মজুমদার ও মাষ্টার শেখ ইকবাল, মাষ্টার মুজিবুর রহমান শিবলী। সমন্বয়কারী হিসেবে ছিলেন- মো: রাসেল।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র দুটি পরিদর্শন করেন- বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের পরিচালক বৃত্তি পরীক্ষা ' র পৃষ্ঠপোষক ও মগধরা ইউনিয়ের চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন,সন্দ্বীপ উপজেলা সহকারী শিক্ষা অফিসার আবদুল ওয়াহাব, বাদশা মিয়া সুকানী স্মৃতি বৃত্তি'র পরীক্ষা নিয়ন্ত্রক উত্তর সন্দ্বীপ কলেজের সহকারী অধ্যাপক মো: সিরাজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।