আজ রবিবার, ০৫ মে, ২০২৪ || ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ রবিবার, ০৮:২৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
জান্নাত এগ্রো ফার্ম সন্দ্বীপে বেকারত্ব দূরিকরণ ও কৃষি সমৃদ্ধিকরণে ভুমিকা রাখবে- সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার

কাজী রাকিব ;; সোনালী সন্দ্বীপ

২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এইদিনে জান্নাত এগ্রো ফার্মের শুভ উদ্বোধন করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী।

হাফেজ মোঃ মহিউদ্দিনের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে কাজী মোকাররম হোসনে রিফাতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ সাইফুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যমুনা টিভির সন্দ্বীপ প্রতিনিধি  ও সোনালী সন্দ্বীপের সন্দ্বীপ ব্যুরো প্রধান সাংবাদিক  চারু মিল্লাত, সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মারুফ হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলী আজম, সমাজ সেবা কর্মকর্তা জনাব তাজিমুল হালিম।

প্রাধন অতিথির বক্তব্যে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ খোরশেদ আলম চৌধুরী বলেন, জান্নাত এগ্রো ফার্ম সন্দ্বীপের বেকারত্ব দূরিকরণ ও কৃষিকে সমৃদ্ধিকরণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সারিকাইত ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব কাজী ফোরকান উদ্দীন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সারিকাইত দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সহকারী পরিচালক জনাব মোঃ মিনহাজ উদ্দিন দেলোয়ার।

জান্নাত এগ্রো ফার্মের উদ্যোক্তা জনাব কাজী রাকিব বলেন শুধু মুনাফা অর্জন নয়, সন্দ্বীপের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও শতভাগ অর্গানিক পণ্য উৎপাদন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে তার এই কর্মযজ্ঞ।