আজ শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ শুক্রবার, ১০:৫৫ পূর্বাহ্ন
রবিবার, ০২ এপ্রিল, ২০২৩   |   sonalisandwip.com
"যানজট নিরসনে পিক আওয়ারে কমপ্লেক্স এলাকায় মালামাল লোড-আনলোড করা যাবে না" মতবিনিময় সভায় সন্দ্বীপ থানার ওসি

 দ্রব্যমূল্যের অতিরিক্ত মুনাফা রোধ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা করল সন্দ্বীপ থানা পুলিশ। আজ ২এপ্রিল রবিবার উপজেলা কমপ্লেক্স এলাকার ব্যবসায়ীদের নিয়ে এসভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম বলেন, মুসলমানদের পবিত্র রমযানের দিকে খেয়াল রেখে অতিরিক্ত মুনাফা করবেন না। সরকার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে অত্যন্ত কঠোর।

তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, ঈদ উপলক্ষে অনেক সময় চাঁদাবাজি হয়। এমন কোন বিষয় থাকলে সরাসরি আমাকে জানাবেন। এছাড়া যানজট নিরসনে অফিস আওয়ারে মালামাল লোড-আনলোড না করার নির্দেশ দেন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন,কমপ্লেক্স ব্যবসায়ী কমিটির সভাপতি শাহ আকবর হেলালসহ কমপ্লেক্স এলাকার ব্যবসায়ীবৃন্দ। সভা শেষে সন্দ্বীপ থানার ওসি শহীদুল ইসলাম বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।