আজ শনিবার, ২৭ জুলাই, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৬:৪৮ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৩ মে, ২০২৩   |   sonalisandwip.com
সন্দ্বীপে বিশ্ব "মা" দিবস পালিত

 ইলিয়াস কামাল বাবু :: 

"শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা " এই শ্লোগান কে সামনে রেখে সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে সন্দ্বীপে বিশ্ব " মা " দিবস- ২০২৩ পালিত হয়।

এ উপলক্ষে ২৩ মে, সকাল ১০ টায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স কম্পাউন্ডে একটি র‌্যালী বের করা হয়,পরে উপজেলা পরিষদের শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন-উপজেলা নির্বাহী অফিসার সম্রাট খীসা। সন্দ্বীপ উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের কর্মকতা আবদুল খালেকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেবুন্নেছা চৌধুরী জেসী।

সভায় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন-সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি রহিম মোহাম্মদ ও সাবেক সাধারন সম্পাদক ইলিয়াস কামাল বাবু।

সভায় বক্তারা বলেন- পরিবার গঠনে " মা " এর ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। তাই সমাজ ও রাস্ট্রে পুরুষের পাশাপাশি নারীদের অবস্থান সুসংহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা কে সাধুবাদ জানান।

উল্লেখ্য,গত ১৪ মে ছিলো বিশ্ব " মা " দিবস। ঘূর্ণিঝড় " মোকা " র কারনে সন্দ্বীপ উপকূলীয় দুর্যোগপ্রবন এলাকা হওয়ায় দিবসটি পালনে বিলম্ব ঘটে।