আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার, ০৯:২৭ পূর্বাহ্ন
বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪   |   sonalisandwip.com
বোয়ালখালী'র আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম দ্বিতীয় বারের মতো সিআইপি নির্বাচিত হওয়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

এম.এ. মান্নান :: সোনালী সন্দ্বীপ  

ইউ,এ,ই শারজার প্রবাসী ব্যাবসায়ী, চট্টগ্রাম জেলার বোয়ালখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের মুক্তি পাড়ার নিবাসি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক দ্বিতীয় বারের মতো সিআইপি নির্বাচিত হওয়ায় গত ১৯ ফেব্রুয়ারী ২০২৪ সোমবার সকাল ১১ টায় বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের মুফতি পাড়াস্হ সিআইপি’র নিজ বাসভবনে সিআইপি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোয়ালখালী পৌরসভার মেয়র, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম জহুর।

তিনি বলেন, প্রবাসীরা তাহাদের অর্জিত টাকা বৈধভাবে দেশে পাঠিয়ে যেমন দেশের অর্থনীতি উন্নয়ন করে অন্যদিকে দেশের সুনাম বৃদ্ধি করে তাই তাহারা প্রবাসী রেমিটেন্স যুদ্বা,প্রবাসীরা যেন দেশে বৈধভাবে টাকা পাঠানোর আহ্বান জানান তিনি।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আছহাব উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইপি মোঃ জসিম উদ্দিন, বোয়ালখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, দৈনিক একুশের বাণী পত্রিকার সহকারী সম্পাদক এম এ মন্নান, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, মহিলা ওয়ার্ড কাউন্সিলর জোবায়দা রহমান, ওয়ার্ড কাউন্সিলর তারেকুল ইসলাম, সাংবাদিক সেলিম চৌধুরী, সূফিকথা বার্তা সম্পাদাক আল্ সিরাজ ভাণ্ডারী, সৈয়দ মোঃ নজরুল ইসলাম, পল্লীবিদ্যুৎ গ্রাহক সমিতির পরিচালক বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, বোয়ালখালী উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ জানে আলম সহ এলাকায় গন্যমান্ন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিতিদের জন্য প্রিতিভোজের আয়োজন করা হয়।