আজ বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪ || ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার, ০৪:৪৮ অপরাহ্ন
বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪   |   sonalisandwip.com
টানা চল্লিশ  দিন জামাতে নামাজ আদায় করায় পুরস্কৃত হলো মৌসুমী আবাসিক এলাকা জামে মসজিদের ৫৬ জন মুসল্লী

মোবারক হোসেন ভূঁইয়া :: সোনালী সন্দ্বীপ ::

চট্টগ্রাম হালিশহর মৌসুমী আবাসিক এলাকা জামে মসজিদের যে সব মুসল্লিরা টানা একসাথে ৪০ দিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করায় ৫৬ জন বিজয়কে পুরস্কৃত করেছেন মৌসুমী আবাসিক এলাকার জামে মসজিদ কমিটি। যারা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন কিন্তু বিজয় হয়নি তাদেরকে সন্তনা পুরস্কার দেওয়া হয়।  

পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে মৌসুমী আবাসিক এলাকার জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালণায় সভাপতিত্ব করেন করেন সভাপতি মাঈন উদ্দিন।

পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের খতিব মাওলানা মুফতি আমানত উল্লাহ বিন ওসমান গণি।

এ সময় বক্তারা বলেন, এটা একটা মহতি উদ্যোগ, এ উদ্যোগের কারণে ছোট ছোট বাচ্চা ও কিশোরা ঈদ আনন্দের মতো করে নামাজে এসেছেন, এতে করে মসজিদে নামাজি আরও বাড়বে। কিশোরেরা  খারাপ কাজ থেকে বিরত থাকে তারা নামাজ আদায়ের অভ্যাস গড়ে উঠবে। এ প্রতিযোগিতায় যারা পুরস্কৃত হলেন তারাও আনন্দ প্রকাশ করেছেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মৌসুমী আবাসিক এলাকার উন্নয়ন কমিটির সভাপতি আবদুল নুর, সাধারণ সম্পাদক চৌধুরী আসিফুর রহমান, আলহাজ্ব মনছুর আহাম্মেদ, মো: হানিফ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস, ব্যবসায়ী লোকমান হোসেন,।  

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ ইব্রাহীম খলিল উল্লাহ্, মোঃ ফোরকান উদ্দিন, আলী মাহফুজ সোহাগ মজুমদার, নাসির খাঁন, মোঃ জহির উদ্দিন, ফয়সাল আহমেদ (সায়মন) প্রমূখ।