আজ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ০২:৫৮ পূর্বাহ্ন
সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম এর নতুন কমিটির  শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

মোবারক হোসেন ভূঁইয়া :: সোনালী সন্দ্বীপ ::

সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম এর নব নির্বাচিত কার্যকারি পরিষদ ২০২৪-২৫ এর শপথ গ্রহণ অনুষ্ঠান গত ১৪ এপ্রিল রবিবার, পহেলা বৈশাখ দুপুর ২.৩০টায় চট্টগ্রাম নগরির অলংকার একটি রেস্টুরেন্টে এই সম্পুর্ণ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ সমিতি চট্টগ্রাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক ও নব নির্বাচিত  সভাপতি মোহাম্মদ আফছার উদ্দীন মাস্টার।

সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোছলেম উদ্দিন মুন্না, রসায়ন বিভাগের অধ্যাপক ডক্টর ফয়সাল ইসলাম চৌধুরী এবং সামাজিক গবেষক ডক্টর মুহাম্মদ আকবর হোসাইন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন সমিতির আর্থ সম্পাদক মাস্টার মুহাম্মদ ওমর ফারুক।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির ক্রীড়া  ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশ। সভাপতির স্বাগত বক্তব্যের পর নব নিবার্চিত কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন।  
সভায়  আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক  মাস্টার মুহাম্মদ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মো: জসিম উদ্দিন, প্রচার সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন ভুইঁয়া, সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রিয়াদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনায়েত হোসেন পলাশ, নির্বাহী সদস্য বিদওয়ানুল বারী, নির্বাহী সদস্য সাংবাদিক মো: আরিফ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, হালিশহর থানার এএসআই আবু জাফর মিঠু, সন্দ্বীপ ইসলামী ফাউন্ডেশন এর অফিসার জাফর হোসেন, সন্দ্বীপ নির্বাচন কমিশনের স্টাফ জিয়াউর রহমান, ওয়ান ব্যাংকের অফিসার আলা উদ্দীন আলী, প্রাইমারী শিক্ষক মুহাম্মদ আবদুর রহিম, রহমতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুর রহিম নান্টু, আবু জাফর মাছুম,  সদস্য সাইফুল ইসলাম, সাংবাদিক বৃন্দ সহ অসংখ্য সদস্য বৃন্দ।

আলোচনা সভা শেষে নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান সামাজিক গবেষক ডক্টর মুহাম্মদ আকবর হোসাইন। অত:পর মধ্যাহ্ন ভোজ, দোয়া ও মোনাজাত এবং সভাপতির বক্তব্যে মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।