আজ শনিবার, ২৭ জুলাই, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০৮:১৩ অপরাহ্ন
শুক্রবার, ০৭ জুন, ২০২৪   |   sonalisandwip.com
স্বজনের খোঁজে : এস এম জাকিরুল আলম মেহেদী

দুর প্রবাসে যদি দেখি আমার গাঁয়ের জন
কীযে মায়া তার প্রতি বুঝবে কী সে জন?
ঘর্মাক্ত শরীর স্নিগ্ধ সুবাতাস বইছে তার শরীরে
এতটুকু খেয়াল নেই প্রাণভরে তাকে উষ্ণ অভ্যর্থে!
রক্তের হিসেব আসেনা মনে শুধুই কাঁদে মন তারই লাগি
কলিজায় মোচড় খাই তাকে পুনঃ হারানোর ভয় জাগি!
দুর প্রবাসে বাবা-মা হীন, বিষন্নতায় কাটে দিন ক্ষণ
ভুলে যায় যখন পেয়ে যায় গাঁয়ের অপরিচিত স্বজন!
প্রবাসে যদি হতে পারি আত্মার স্বজন তোমার
কেন তুমি লাথি মার বুকে গ্রামে ফিরে গিয়ে?
গাঁয়ের স্বজন রক্তের চেয়ে বেশি দামী আমার
দেশ বিদেশ বিভূঁইয়ে প্রতিক্ষণে বারেবারে ফিরে!
নদীর মাঠে ফুটবল খেলে দাপিয়েছি মেঘনার চর
কখনো কখনো শীতের রাতে সিন্নি রেঁধে কাটিয়েছি রাত
সেদিনের গল্প আমার জীবনের রসায়ন জমে যায়
দুর প্রবাসে শৈশবের দুলাল তুষার পলাশ কে পাই!
কতো জ্বালাতন নিঃশব্দে সইছে গাঁয়ের স্বজন গুলো
সেইসব স্মৃতি রাতদুপুরে জপে মনে মনে কাঁদি।
হাজারো ঋণের মালা জড়িয়ে আছে অধমের গলায়
সেকথা বুঝাই কাকে! বুঝিবে কে সে জ্বালা!
আবারও আমি খিলখিল হেসে মাতাতে চাই বন্ধু সভা
আড্ডায় মেতে ভুলে যেতে চাই সংসারের সকল জ্বালা
আবারও আমি লুঙ্গি উঁচিয়ে একদৌড়ে দিঘির কোণে
হেজু কারিগর বাতেন সওদাগর ডাঃ মোজাম্মেল দর্শনে!
কোথায় হারিয়ে গেল সভ্যতার বাতিঘর মনোরঞ্জন স্যার
কোথায় লুকালো সবার কাছে সমাদৃত সাহেব মিয়া
খুঁজে পাইনা আমরা এমন দরদী সহমর্মি প্রিয়জনা!


৫/৬/২০২৪.