আজ শনিবার, ২৭ জুলাই, ২০২৪ || ১২ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ শনিবার, ০১:২৭ অপরাহ্ন
মঙ্গলবার, ১১ জুন, ২০২৪   |   sonalisandwip.com
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্দ্বীপ সহ দ্বীপ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন- ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান, আধুনিক বাংলাদেশের রুপকার, বীর মুক্তি যোদ্ধা, স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সার্কের স্বপ্ন দ্রষ্টা, বাংলার রাখাল রাজা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সন্দ্বীপ সহ দ্বীপ উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

দ্বীপের চারদিকে বেড়ীবাঁধ নির্মাণ, আড়িঁ বাধেঁর মাধ্যমে নতুন ভূমি উত্তোলন, খাল কাটার মাধ্যমে কৃষি জমির ফসল বৃদ্ধি, ভূমিহীন ও নদী ভাংগা মানুষকে পার্বত্য চট্টগ্রামে ভূমি প্রদান, একজোড়া গরু,জমি আবাদ করার জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান এবং নগদ টাকা দিয়ে পূনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে অনেক মানুষ আজ প্রতিষ্ঠিত এবং স্বাবলম্বী।

শহীদ জিয়া রহমানের কুটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে বিদেশে শ্রম বাজার সৃষ্টি করে যার সুযোগে দ্বীপের মানুষ বিশেষ করে সন্দ্বীপ বাসী পৃথিবীর সকল দেশে আজ সুপ্রতিষ্ঠিত। দ্বীপের সন্তানদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেছে।

আমি সর্ব কালের সর্বশ্রেষ্ঠ এ-ই মানুষটি বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তুমি আমাদের প্রিয় নেতাকে বেহেশতবাসী করুন। আমীন।

লেখক : ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন । যুগ্ম আহ্বায়ক। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি।