আজ শুক্রবার, ১০ মে, ২০২৪ || ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার, ০৭:০৯ পূর্বাহ্ন
রবিবার, ২৯ জুলাই, ২০১৮   |   sonalisandwip.com

শুভ সকাল

-----ঃ -----

 

শৈশব,কৈশরের স্মৃতিগুলো আজও আমায় তাড়া করে নিয়ে যায় সেই সাগর মোহনায় ,

ছড়িয়ে ছিটিয়ে থাকা মোর স্মৃতির আঙ্গিনায়

রবিঠাকুরের ঐ ছন্দমেলানো সুরে মন গেয়ে

উঠে আজ,

দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না--. সেই-যে আমার নানা রঙের দিনগুলি। কান্নাহাসির বাঁধন তারা সইল না--. সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ আমার প্রাণের গানের ভাষা. শিখবে তারা ছিল আশা--. উড়ে গেল, সকল কথা কইল না--. সেই-যে আমার নানা রঙের দিনগুলি॥ স্বপন দেখি, যেন তারা কার আশে. ফেরে আমার ভাঙা খাঁচার চার পাশে--. সেই-যে আমার নানা রঙের ...

~~~~ঃ~~~~~

সবাইকে সকালের প্রিতি ও শুভেচ্ছা ।

--- জামাল উদ্দিন মিন্টু, টরেন্টো, কানাডা থেকে। [লাইফ মেম্বার : সোনালী মিডিয়া এন্ড পাবলেকেশন্স]