আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ১২:৫০ পূর্বাহ্ন
বুধবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৪   |   sonalisandwip.com
সন্দ্বীপে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমূলক মামলার ২ আসামী শরীফ ও রবিন বেকসুর খালাস

বাদল রায় স্বাধীন \\

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কুটুক্তির অভিযোগে করা ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলার ২ আসামী মুসলিম হোসেন শরীফ ও মিজানুর রহমান রবিনকে বেকসুর খালাসের রায় দিয়েছে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালত।

৪ সেপ্টেম্বর বুধবার এই রায় দেন বিচারক জ্বনাব জহিরুল কবির। রায়ে বিচারক জানান ২ আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তাই এটা একটি মিথ্যা ও হয়রানী মুলক মামলা ছাড়া আর কিছুই নয়।

উল্লেখ্য যে ২০২০ সালের ৭ই অক্টোবর সন্দ্বীপ থানায় এই মামলা করেন ছাত্রলীগ নেতা আবদুস সামাদ আজাদ ও মাহফুজুর রহমান সুমন।

উক্ত মামলায় মিজান ১৬ মাস ও শরীফ ১৪ মাস কারাগারে ছিলো। মিজানুর রহমান রবিন এর বাড়ি সন্দ্বীপ কালাপানিয়া ও মুসলিম হোসেন শরীফ রহমতপুরের ইউনিয়নের বাসিন্দা।