আজ মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার, ১২:৫৯ পূর্বাহ্ন
শনিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৪   |   sonalisandwip.com
আগামী নির্বাচনে সন্দ্বীপবাসীর সেবা করার সুযোগ পেলে ঘাট সিন্ডিকেট সহ সন্দ্বীপের সীমানা জটিলতার অচলায়তন ভেঙে ফেলার ঘোষণা বিএনপি নেতা মিল্টনের

 ইলিযাস কামাল বাবু । । সোনালী সন্দ্বীপ । ।

আগামী নির্বাচনে সন্দ্বীপবাসীর সেবা করার সুযোগ পেলে ঘাট সিন্ডিকেট সহ সন্দ্বীপের সীমানা জটিলতার অচলায়তন ভেঙে ফেলার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

সন্দ্বীপ প্রেস ক্লাবের আয়োজনে সন্দ্বীপে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের সাথে এর মতবিনিময় সভায় স্খানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৭ সেপ্টেম্বর দুপুর ১২ টায় সন্দ্বীপের স্থানীয় রেস্তোরাঁ বে-ভিউ গার্ডেনসে সন্দ্বীপে কর্মরত সাংবাদিক, পেশাজীবি ও সোশ্যাল এক্টিভিস্টদের সাথে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: মোজাম্মেল হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আমেরিকা প্রবাসী মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন।

সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: ওমর ফয়সালের সঞ্চালনায় এ মতবিনিময় সভায় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন- চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: সালেহ নোমান, বিএনপি নেতা নুরুল ইসলাম শামীম, সন্দ্বীপ প্রেস ক্লাবের সহ সভাপতি ইলিয়াস কামাল বাবু, এম. এ হাশেম, মহিউদ্দিন শাহজাহান, সহ সাধারণ সম্পাদক বাদল রায় স্বাধীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, তথ্য ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম ইনসাফ, কার্যকরী সদস্য ইসমাইল হোসেন মনি, খাদেমুল ইসলাম, সন্দ্বীপ রিপোর্টাস ক্লাবের সভাপতি চারু মিল্লাত, সাধারণ সম্পাদক মো: আবদুল কাইউম, বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ইলিয়াছ সুমন, সাধারণ সম্পাদক পুষ্পেন্দু মজুমদার, সোশ্যাল এক্টিভিস্ট নজরুল নাঈম প্রমুখ।

মতবিনিময় সভায় প্রধান অতিথি আরো বলেন- সাংবাদিকেরা জাতির বিবেক, তারা পথ পদর্শকের ভূমিকা পালন করেন, অতীতে তারা মুক্ত সাংবাদিকতা করতে পারতেন না, আগস্ট ছাত্র-গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় ও স্বাধীনতা এসেছে তাতে আমরা আপনারা সবাই মুক্ত-স্বাধীন। দেশের উন্নয়নে, সন্দ্বীপের উন্নয়নে বিরাজমান সকল সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ ভাবে মিলেমিশে কাজ করবো। পরে সবাই মধ্যহ্ন ভোজে অংশ নেন।