আজ রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪ || ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ রবিবার, ০৯:১৭ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩   |   sonalisandwip.com
কুমিরা নৌ পুলিশের অভিযানে চরঘেরা জাল প্রকাশ ভারার জাল আটক, আসামী পলাতক

ফসিউল আলম খোকন :: সরকার কর্তৃক ঘোষিত নিষিদ্ধ সময়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলা উপলক্ষ্যে কুমিরা ফাঁড়ির নৌ পুলিশের অভিযান চলছে। বিপি-ইন্সপেক্টর নিরস্ত্র ইনচার্জ নাসির উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন কুমিরা ফাঁড়ির নৌ পুলিশ এস আই (নিঃ) মোঃ আব্দুল খালেক, সঙ্গীয় এ এস আই (নিঃ) মোঃ মামুন, কং/ ১১৯৭ মোঃ আয়ুব আলী, কং/৩৯৯ মোঃ লায়েছ।

গত ২২ অক্টোবর সকাল ৮টায় সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফোর স্টার শীপইয়ার্ড এর পশ্চিম পাশ্বে বঙ্গোপসাগরে তীর হইতে অবৈধভাবে পাতানো অবস্থায় চর ঘেরা জাল অভিযান চলাকালীন কুমিরা ফাড়ির ন‍ৌ পুলিশদের নজরে পড়ে।

চরঘেরা ছোট ফাঁদের জালগুলো নজরে পড়লে দ্রুত নৌ পুলিশ জাল জব্দ করতে সক্ষম হন। যাহার দৈর্ঘ‍্য ১,৫০০ মিটার, × প্রস্থ ০৫ মিটার ৭,৫০০ মিটার।  প্রতি মিটার জালের মূল্য ৩৫ টাকা করে সর্বমোট যার মূল্য ৫২,৫০০ শত টাকা। পুলিশের উপস্থিত টের পেয়ে চরঘেরা জালের আসামীরা দ্রুত দৌড়াইয়ে পালিয়ে যায়।  

এসময় উপস্থিত লোকজনের কাছ থেকে জিঙ্গাসাবাদে পলাতক আসামীদের নাম ঠিকানা পাওয়া যায়। গত ২২ অক্টোবর সীতাকুণ্ড থানায় মামলা করা হয়। মামলা নং ৫০৭/২৩,১নং পলাতক আসামী মোঃ সালাউদ্দিন (৪৫) পিতা মোঃ নুরু আলী ভান্ডারী, ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড ঘোড়ামরা, ২ নং আসামী মোঃ মনির হোসেন (৪২) পিতাঃ আব্দুল করিম, ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড, উভয় আসামী থানা সীতাকুণ্ড, জেলা চট্টগ্রাম।

উল্লেখ্য পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, জব্দ জালগুলো ফাঁড়ির হেফাজতে আছে বলে জানা যায়।